পথশিশুদের দিকে একটু নজর দেয়া চাই

| সোমবার , ১ নভেম্বর, ২০২১ at ৫:৪৮ পূর্বাহ্ণ

পথশিশু শব্দটা শুনলেই সহজে অনুমান করতে পারা যায় যে এই শীতে তাদের কষ্টটা কেমন! প্রচণ্ড শীতের রাতে তারা পথের ধারে ঘুমায়। তাদের কি শীত আটকানোর মতো গরম কাপড় আছে? তাদের থাকার জন্য কোনো নির্দিষ্ট জায়গা আছে? পথের ধারে ছাড়া? না, নেই। কিন্তু কেন? তারাও তো আর পাঁচ-দশটা শিশুর মতো শিশু।
হয়তো তাদের বাবা-মা নেই। তাই তাদের খোঁজ খবর নেয়ারও কেউ নেই। কিন্তু তাদের প্রতি সবার একটু সহানুভূতিশীল হওয়া দরকার। এই শীতে তারা যেন গরম কাপড়ের অভাবে কষ্ট না করে, তাদের রাতটা যেনো উষ্ণতায় কাটে সে দিকে সবার একটু বিশেষ নজর দেয়া চাই। বিশেষ করে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পথশিশুদের স্থায়ী ভাবে পুনর্বাসনের দিকে নজর দিলে পথশিশুরা খুঁজে পেতো তাদের নতুন ঠিকানা।

মো: জোবাইদুল ইসলাম
শিক্ষার্থী, সুফিয়া নুরিয়া ফাজিল মাদ্রাসা, মিরসরাই, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধদেওয়ান মোহাম্মদ আজরফ: লেখক ও দার্শনিক
পরবর্তী নিবন্ধবাস করতে হবে মিলেমিশে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে