পথশিশুদের জন্য রেড ক্রিসেন্টের সুরক্ষা কিটস বিতরণ

| মঙ্গলবার , ৮ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:১৩ পূর্বাহ্ণ

আশা ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সোহা স্কুলের ছিন্নমূল, সুবিধা বঞ্চিত শিশুদের জন্য রেড ক্রিসেন্টের সুরক্ষা কিটসসহ কম্বল বিতরণ করছেন রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের সদস্য মুহাম্মদ শাহাদাত হোসেন চৌধুরী রুমেল।
এসব গ্রহণ করেন আলোর আশা যুব ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আনোয়ার এলাহি ফয়সাল। উপস্থিত ছিলেন লায়ন আবু নাসের রনি, সিরাজ মিয়া খন্দকার, ইদ্রিস চৌধুরী সেলিম, আলোর আশা স্কুলের প্রশিক্ষক মুক্তা। পথশিশুদের একটি অংশ যারা অর্থাভাবে পড়াশোনা করতে পারে না তাদের পড়ালেখা করিয়ে সুনাগরিক করে তুলছে সোহা স্কুলের পরিচালকবৃন্দ। নেতৃবৃন্দ সোহা স্কুলের মতো সুবিধাবঞ্চিত শিশুদের সাহায্যে এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভূগোলের গোল
পরবর্তী নিবন্ধহযরত আহমদ ছাফা ইবতেদায়ী মাদ্রাসা প্রবাসী পরিষদের কাউন্সিল