স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান অধিকার বঞ্চিত শিশু একাডেমীর উদ্যোগে গত ১৩ মে একাডেমির চতুর্থ কেন্দ্র আকবর শাহ থানাধীন লালদোকান সংলগ্ন কেন্দ্রে ৫০জন সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে উন্নত খাবার বিতরণ করা হয়। একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক জান্নাতুল ফেরদৌস বৃষ্টির সভাপতিত্বে খাবার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ নয়ন, রুবি আকতার, রূপা আকতার, কামরুন নাহার কবিতা, রেশমী আকতার, উমর ফারুক। সভায় বক্তারা বলেন, সমাজের সকল মানুষ সুবিধা বঞ্চিত শিশুদের কল্যাণে এগিয়ে এলে সমাজ ও জাতি উপকৃত হবে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে সরকার নানামুখী কার্যক্রম পরিচালনা করলেও এর সুযোগ-সুবিধার বাইরে অনেক পথশিশু রয়েছে। পথশিশুদের কল্যাণে অধিকার বঞ্চিত শিশু একাডেমি ২০১৬ সাল থেকে কাজ করে আসছে। প্রেস বিজ্ঞপ্তি।