পথচারী-যাত্রীদের টার্গেট করে ডাকাতি-ছিনতাই

রিয়াজউদ্দিন বাজার-সিআরবি

আজাদী প্রতিবেদন | বুধবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:১১ পূর্বাহ্ণ

নগরীর রিয়াজউদ্দিন বাজার, স্টেশন রোড, বিআরটিসি ও সিআরবি এলাকায় পথচারীযাত্রীদের টার্গেট করে অস্ত্রছোরা উঁচিয়ে ডাকাতি ও ছিনতাই তাদের পেশা। নতুন রেলওয়ে স্টেশনের বাসপার্কিং ইয়ার্ড থেকে ধরা পড়ার পর পুলিশি জিজ্ঞাসাবাদে এমনই স্বীকারোক্তি দিয়েছেন চার যুবক। গত সোমবার বিকেলে পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন, জয় প্রকাশ কালাইয়া (২৩), মো. মেহেরাজ মিয়া (১৯), মো. কাউসার (২৪) ও মো. শরিফ (২০)

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম ওবায়দুল হক বলেন, রিয়াজউদ্দিন বাজার থেকে সিআরবি পর্যন্ত চলাচল করা গাড়ি, পথচারী, যাত্রীদের টার্গেট করে তারা ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটায়। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে এসব কথা স্বীকার করেছে তারা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ডাকাতির মামলা দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ৩য় বিভাগ ফুটবল লিগের গ্রুপিং সম্পন্ন
পরবর্তী নিবন্ধপ্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষ, রিকশা চালকের পাশাপাশি কার চালক নারী আহত