পথচারী ও টেক্সি চাপা দিয়ে ট্রাক পুকুরে, মাদ্রাসা ছাত্রীসহ নিহত ২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই

মীরসরাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৯ জানুয়ারি, ২০২৬ at ৬:১৫ পূর্বাহ্ণ

ঢাকাচট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ে বেপরোয়া ট্রাকের চাপায় মাদ্রাসা শিক্ষার্থীসহ দুইজন নিহত ও আরো অন্তত পাঁচজন আহত হয়েছেন। গতকাল বুধবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার বড়তাকিয়া মাজারের সম্মুখ গেটের পাশে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি পথচারী ও দাঁড়িয়ে থাকা একটি সিএনজি ট্যাক্সিকে ধাক্কা দিয়ে পরে পুকুরে পড়ে যায়।

নিহতরা হলেন বড়তাকিয়া জাহেদিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী খাদিজা মাশমুম (১৫) এবং পার্শ্ববর্তী পোলমোগরা গ্রামের পথচারী মোবারক হোসেন (৪০)। গুরুতর আহত হয়েছেন খাদিজার দুই বোননবম শ্রেণির ছাত্রী তোফিয়া তাবাসসুম (১৩) ও সপ্তম শ্রেণির উম্মে হাবিবা (১১)। এছাড়া আহত হয়েছেন পথচারী আবুল খায়ের (৪০) ও নামপরিচয় অজ্ঞাত আরও দুই ব্যক্তি। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বড়তাকিয়া জাহেদিয়া দাখিল মাদ্রাসাটি মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের পাশে, মাজার সংলগ্ন এলাকায় অবস্থিত। ঘটনার কিছুক্ষণ আগে তিন বোন মহাসড়ক পার হয়ে মাদ্রাসার ফটকের সামনে পৌঁছায়। ওই স্থানে একটি সিএনজি টেক্সি দাঁড়িয়ে ছিল। এ সময় গোখাদ্যবোঝাই দ্রুতগতির একটি ট্রাক হঠাৎ এসে সিএনজিটিকে ধাক্কা দেয়। ধাক্কায় সিএনজিটি ছিটকে পাশের পুকুরে পড়ে যায়। পরে নিয়ন্ত্রণ হারানো ট্রাকটি সড়কের পাশে থাকা তিন বোনসহ কয়েকজন পথচারীকে চাপা দিয়ে নিজেও পুকুরে পড়ে যায়।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী মাদ্রাসা শিক্ষক মো. নুরুজ্জামান জানান, সকাল সাড়ে নয়টার দিকে বিকট শব্দ শুনে তিনি পেছনে ফিরে তাকান। তখন দেখেন, সড়ক থেকে ছিটকে একটি সিএনজি টেক্সি পুকুরে পড়ে গেছে এবং হতাহতরা সড়কের ওপর পড়ে আছেন। নিহত ও আহত তিন বোনই পোলমোগরা গ্রামের নাছির উদ্দিনের মেয়ে। এ ঘটনায় পুরো গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এক মেয়ে নিহত ও অপর দুই মেয়ে আহত হওয়ার পর শোকার্ত বাবা নাছির উদ্দিন নির্বাক হয়ে পড়েছেন বলে স্বজনরা জানান। তারা বলেন, তিন বোন প্রতিদিন বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার পথ হেঁটে একই মাদ্রাসায় যেত। এমন দুর্ঘটনা ঘটতে পারে, তা কেউ ভাবেননি।

ঘটনাস্থলে উপস্থিত মীরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার নাদিম হায়দার চৌধুরী জানান, তিনি নির্বাচনী কাজে মহাসড়ক দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাটি দেখতে পান এবং সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে নেমে আসেন। তিনি এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে ট্রাক চালকের অসচেতনতা ও বেপরোয়া গতিকেই দায়ী করেন।

পূর্ববর্তী নিবন্ধশেরপুরে বিএনপির সঙ্গে সংঘর্ষে জামায়াত নেতার মৃত্যু
পরবর্তী নিবন্ধসন্দ্বীপে জামায়াত প্রার্থীকে শোকজ