পথচারীদের অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই তিন সদস্য গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:১৪ পূর্বাহ্ণ

নগরীর রিয়াজউদ্দিন বাজার থেকে দীর্ঘদিন ধরে স্টেশন রোড এলাকায় ছিনতাই করে আসছিল একটি চক্র। ট্রেন বাসের যাত্রী থেকে শুরু করে পথচারীদের অস্ত্রের ভয় দেখিয়ে সুযোগ বুঝে মূল্যবান জিনিস ছিনতাই করত চক্রটি। গত বুধবার বিকেলে নগরীর স্টেশন রোডের শৌচাগার সংলগ্ন স্থানে ছিনতাইচক্রের ৮ সদস্য জড়ো হওয়ার খবর পেয়ে অভিযান চালিয়ে ঐ চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ। তবে পালিয়ে যায় বাকি পাঁচজন। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় এলজি, দুই রাউন্ড কার্তুজ ও দুটি টিপ ছুরি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হল- আনোয়ার হোসেন (৩৪), বশির আহম্মেদ রনি (৩৫) এবং আবুল হোসেন সজীব (২৮)। তারা এক যুগ আগে নগরী দাপিয়ে বেড়ানো দুর্ধর্ষ ছিনতাইকারী দল ‘হামকা গ্রুপের’ সদস্য।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন আজাদীকে বলেন, পুলিশের প্রতিরোধের মুখে হামকা গ্রুপ ভেঙে গেলেও সম্প্রতি তারা ফের সংগঠিত হয়ে ছিনতাই-ডাকাতিতে জড়িয়ে পড়ছে। আমরা সোর্সের মাধ্যমে খবর পাই চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশন সংলগ্ন গ্রামীণ মাঠ গণ শৌচাগারের পাশে ডাকাতি ও ছিনতাইয়ের পরিকল্পনা করছে একটি ছিনতাইকারী চক্র। পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে আট জনের মধ্যে তিন জনকে গ্রেপ্তার করি। তাদের মধ্যে আনোয়ার হোসেনের বিরুদ্ধে ডবলমুরিং, হালিশহর, কোতোয়ালী ও চান্দগাঁও থানায় অস্ত্র, ছিনতাই ও ডাকাতির প্রস্তুতির ১১টি মামলা আছে। বশির আহম্মেদ রনির বিরুদ্ধে কোতোয়ালী থানায় অস্ত্র আইনে ৪টি মামলা আছে। আবুল হোসেন সজীবের বিরুদ্ধে কোতোয়ালী ও বরগুনা জেলার বরগুনা সদর থানায় অস্ত্রসহ দণ্ডবিধি আইনে ৩টি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেওয়া কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মোমিনুল হাসান আজাদীকে জানান, গ্রেপ্তারকৃতরা হামকা গ্রুপের সদস্য। তাদের মূল লিডার নূর আলম দণ্ডিত হয়ে জেলে আছে। বাকি সদস্যদের বিভিন্ন সময় পুলিশ গ্রেপ্তারের মধ্য দিয়ে গ্রুপ ভেঙে দিতে সক্ষম হয়। তবে তারা জামিনে বেরিয়ে আবারও ডাকাতি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়াচ্ছে। ২০২০ সালে এই গ্রুপের পাঁচজনকে আমরা গ্রেপ্তার করেছিলাম।

পূর্ববর্তী নিবন্ধবার্ধক্যের ভারে তিন প্রাণী চকরিয়া বঙ্গবন্ধু সাফারি পার্ক
পরবর্তী নিবন্ধতিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড