হাটহাজারী–নাজিরহাট মহাসড়কের কালীদাশ চৌধুরীহাট প্রকাশ মইগ্যারহাট বাজার সংলগ্ন মাজার গেট এলাকায় গতকাল রবিবার বিকালে পোশাক কারখানার শ্রমিক বহনকারী বাসের সাথে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষ হয়েছে।
মহাসড়ক পার হওয়ার সময় দুই পথচারীকে রক্ষা করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বাস ও অটোরিকশা মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে অটোরিকশা চালক মো. সাইমন আহত হয়। তাকে উপস্থিত লোকজন উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার আঘাত গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার বিকালে পোশাক কারখানায় শ্রমিক বহনকারী একটি বাস যাত্রী নামিয়ে দিয়ে হাটহাজারীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে উক্ত স্থানে পৌঁছালে দুই জন পথচারী সড়ক পার হওয়ার সময় তাদের রক্ষা করতে গিয়ে সিএনজি টেক্সিকে ধাক্কা দিলে গাড়ি দুইটি সড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় সিএনজি চালক মারাত্মক আহত হয়। উপস্থিত লোকজন আহত সিএনজি চালক মো. সাইমনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে তার আঘাত গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক ডা. রনি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।