পত্রিকা বিলি করতে গিয়ে নিজেই হয়ে গেলেন খবর

আকবরশাহে বাস চাপায় প্রাণ গেল হকারের

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১০ জুন, ২০২২ at ৬:৩৩ পূর্বাহ্ণ

এ যেন প্রয়াত সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চুর সেই বিখ্যাত গান ‘একটি হকার’ এর জীবন্ত চিত্র। গানে তিনি একজন হকারের জীবনের নির্মমতা তুলে ধরেছেন, গেয়েছেন, ‘সকাল হলেই ছুটোছুটি, আর চিৎকার করে বলে, পেপার পেপার…/ সারাদিন সে বিলি করে কত নতুন নতুন ঘটনা। সে শুধু জানে বাঁচতে হবে, বাঁচার তাগিদে তার সব ভাবনা, সকাল হলেই বলে পেপার পেপার/ কোন একদিন পেপার খুলে চেয়ে দেখি হকারের ছবি পেপারে। সেই হকার যাকে আমি জানি, কতোনা খবর সে বিলি করেছিলো মানুষের জন্য মানুষ হয়ে / সে শুধু জানতো বাঁচতে হবে সৎ ভাবে আর সৎ উপায়ে। হঠাৎ একটি দানব ট্রাক কেড়ে নিলো প্রাণ সেই হকারের, সব চুপচাপ।

গতকাল একই ভাবে পত্রিকা বিলির সময় দ্রুতগামী একটি বাস চাপায় মৃত্যু হয় পত্রিকার হকার মো. জাকির হোসেনের (৪২)। নগরীর আকবরশাহ এলাকায় বাস চাপায় নিহত হয়েছেন তিনি। নিহত জাকির নোয়াখালী জেলার মাইজদীর মকবুল হোসেনের ছেলে। স্ত্রী ও দুই ছেলেমেয়ে নিয়ে নগরীর আকবরশাহ থানার ইস্পাহানি এলাকার জনতা কলোনিতে থাকতেন জাকির। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির তদারককারী কর্মকর্তা পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী বেলায়েত হোসেন জানান, সকাল আনুমানিক পৌনে ৭ টার দিকে কাট্টলী স্কুলের সামনে এক গ্রাহককে পত্রিকা দেওয়ার জন্য রাস্তা পারাপারের সময় উত্তরবঙ্গের ভাইবন্ধু পরিবহনের একটি বাস জাকিরকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। বেলায়েত আরও জানান, এরপর ঘটনাস্থল থেকে চালক বাসটি নিয়ে পালাতে গিয়ে সামনের দিকে অগ্রসর হলে জাকির হোসেনের মাথা থেতলে যায়। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে আমরা পুলিশের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই।

আকবর শাহ থানার ওসি ওয়ালী উদ্দিন আকবর জানান, গাইবান্ধা থেকে চট্টগ্রামে আসা ‘ভাই বন্ধু পরিবহন’ নামে একটি বাস জাকিরকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এসময় স্থানীয় লোকজনের সহায়তায় বাসটি জব্দ করে চালক সোলায়মান মিয়াকে (৩৬) গ্রেপ্তার করা হয়। তার বাড়ি গাইবান্ধার সাদুল্লাহপুরে। জাকিরের ভাই এ ঘটনায় একটি মামলা করেছেন। ওই মামলায় সোলায়মানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে মো. জাকির হোসেনের মৃত্যুতে শোক জানিয়েছে চট্টগ্রাম সংবাদপত্র বিভাগীয় এজেন্ট এসোসিয়েশন।

পূর্ববর্তী নিবন্ধএ বাজেট ব্যবসাবান্ধব ও গণমুখী
পরবর্তী নিবন্ধবিয়ে বিচ্ছেদের খরচ বাড়বে