পতেঙ্গা হিন্দুপাড়া শ্মশান শিব ও কালী মন্দিরে দীপাবলি উৎসব ২০ অক্টোবর শুরু

| শনিবার , ১৮ অক্টোবর, ২০২৫ at ৭:৩০ পূর্বাহ্ণ

নগরীর পতেঙ্গা হিন্দুপাড়া শ্মশান, শিব ও কালী মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে কালীপূজা ও দীপাবলি উৎসব চারদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যদিয়ে ২০ অক্টোবর থেকে শুরু হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত। প্রধান বক্তা থাকবেন ধর্মতত্ত্ববিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। অতিথি থাকবেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপত্য বিভাগের সহযোগী অধ্যাপক স্থপতি কানু কুমার দাশ, বিএফ শাহীন কলেজের সাবেক উপাধ্যক্ষ অঞ্জন কান্তি দাশ, বাকলিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক পলাশ কুমার সরকার, চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সহসাংগঠনিক সম্পাদক অধ্যাপক শিপুল দে, পতেঙ্গা উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক মনোজ কান্তি সরকার, বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের সহসভাপতি উত্তম শীল, হিন্দুপাড়া শ্মশান শিব ও কালী মন্দির কমিটির পৃষ্ঠপোষক দীপক বণিক। মন্দির পরিচালনা কমিটির সভাপতি সাধন নন্দীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখবেন সাধারণ সম্পাদক মিন্টু চৌধুরী। সঞ্চালনায় থাকবেন পরিষদের সাংগঠনিক সম্পাদক অসিত চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকৈনপুরা কার্তিক পূজা উদযাপন পরিষদের সভা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম মহানগর এবি পার্টির সভা