পতেঙ্গা সৈকতে গুলিতে ঢাকাইয়া আকবর আহত, সন্দেহে ছোট সাজ্জাদের বাহিনী

| শুক্রবার , ২৩ মে, ২০২৫ at ১১:৩০ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরের পতেঙ্গা সমুদ্রসৈকতের বুক চিরে শুক্রবার (২৩ মে) রাতে ঘটে গেল চাঞ্চল্যকর এক গোলাগুলির ঘটনা। সৈকতের জনসমাগমের ভেতর সরাসরি লক্ষ্য করে গুলি চালানো হয় শীর্ষ সন্ত্রাসী আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবরের ওপর।
গুলিতে আহত হন আরও একজন নিরীহ পথচারী।

প্রাথমিক তদন্তে এটিকে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো “টার্গেট কিলিং”-এর ঘটনা হিসেবে চিহ্নিত করেছে। পুরনো অপরাধী গ্রুপগুলোর অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

রাত সাড়ে ৮টার দিকে সৈকতের পশ্চিম পাশে আকবর ও তার সহযোগীরা একটি দোকানে বসে ছিলেন। এ সময় দুইটি মোটরসাইকেলে করে আসা চারজন অস্ত্রধারী যুবক আকবরকে একাধিকবার গুলি করে। আকবর দৌড়ে পালানোর চেষ্টা করলেও গুলিবিদ্ধ হন এবং রক্তাক্ত অবস্থায় পড়ে যান।

তদন্ত সূত্রে জানা গেছে, এই হামলার পেছনে রয়েছে দীর্ঘদিনের অপরাধী দ্বন্দ্ব। চট্টগ্রামের অপরাধ জগতে পরিচিত নাম ছোট সাজ্জাদ—বর্তমানে কারাবন্দি। তাকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে ঢাকাইয়া আকবর। সেই প্রতিশোধের অংশ হিসেবেই এই সশস্ত্র হামলা হতে পারে বলে মনে করছেন গোয়েন্দারা।

নগর পুলিশের বন্দর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার সোহেল পারভেজ বলেন, “এই হামলা পরিকল্পিত। আকবরের শরীরে একাধিক গুলি লেগেছে। হামলাকারীদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। হামলার ধরন দেখে আমরা বলছি, এটি সন্ত্রাসী চক্রেরই কাজ।”

পূর্ববর্তী নিবন্ধবায়েজিদে ৯০টি ভারতীয় মোবাইলসহ যুবক গ্রেপ্তার