পতেঙ্গা সিটি কর্পোরেশন মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

| শুক্রবার , ২৬ জানুয়ারি, ২০২৪ at ৯:১২ পূর্বাহ্ণ

পতেঙ্গা সিটি কর্পোরেশন মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার সকালে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। কলেজের অধ্যক্ষ ইসমত আরার সভাপতিত্বে ও ইংরেজি বিভাগের প্রভাষক সুলতানা রাজিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৪০ নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল বারেক। বিশেষ অতিথি ছিলেন পতেঙ্গা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান ইমাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন কমিটির আহবায়ক দর্শন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ইন্দিরা বিশ্বাস ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন কমিটির আহবায়ক ও অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম খোন্দকার।

প্রধান অতিথির হাতে ক্রেস্ট তুলে দেন কলেজের অধ্যক্ষ ইসমত আরা। পরে অতিথিদের সামনে ক্রীড়া প্রতিযোগিতার বেলুন ফুটানো ও যেমন খুশি তেমন সাজো নামে দুটি ইভেন্ট অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার অন্যান্য ইভেন্ট আগেই সম্পন্ন করা হয়। পরে অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদ তুলে দেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং ক্লাবের টেনিস ও স্কোয়াশ টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া সপ্তাহ পালিত