চট্টগ্রাম নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ গত ১৬ মে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী। তিনি বলেন, পতেঙ্গা সমুদ্র সৈকত নিয়ে সকল ষড়যন্ত্র রুখে দেবে চট্টগ্রামবাসী। পতেঙ্গা সমুদ্র সৈকত ইজারা দিয়ে টিকেট প্রকল্প সার্ভিস চালু করা চট্টগ্রামবাসী বরদাস্ত করবে না। রোজী চৌধুরীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন এম এ সালাম। প্রধান বক্তা ছিলেন জাসদ উত্তর জেলার সভাপতি ভানুরঞ্জন চক্রবর্ত্তী।
বক্তব্য দেন, আলী নেওয়াজ, ডা. সুকুমার সেন, অধ্যাপক শিব প্রসাদ, এস এম দিদারুল আলম, ওসমান গণি, রিমন মুহুরী, সমীরণ পাল, আব্দুল্লাহ মজুমদার, সজল দাশ, মো. তিতাস, জাফর আলম, হারুন রশিদ প্রমুখ। পতেঙ্গা সমুদ্র সৈকত জনগণের মাঝে ফিরিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।











