স্বেচ্ছাসেবী সংগঠন পতেঙ্গা মানব কল্যাণ সংস্থা ৪র্থ বারের মত সদস্যদের বর্ষপূর্তি ও মিলনমেলা এবং স্বনির্ভর কর্মসূচি গত ১৮ নভেম্বর কাটগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে পতেঙ্গা মানব কল্যাণ সংস্থা পরিবারের সদস্যদের উপস্থিতিতে সম্পন্ন হয়।
সকালে ব্লাড গ্রুপ নির্ণয়ের মাধ্যমে কর্মসূচির শুরু হয়। এর মাধ্যমে সংগঠনের নতুন কার্যক্রম পতেঙ্গা মানব কল্যাণ সংস্থা ব্লাড ডোনার্সের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। ব্লাড ডোনার্সের সহযোগিতায় ছিল লায়ন্স ক্লাব অব চিটাগং বাতিঘর। পরে কোরআন খতমের আয়োজন করা হয়। এতে প্রায় ২০ জন ছাত্র অংশগ্রহণ করেন।
সন্ধ্যায় পতেঙ্গা মানব কল্যাণ সংস্থার সভাপতি এ্যাডভোকেট হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সাজ্জাদ আলম মুন্না ও সংগঠনের কার্য নির্বাহী সদস্য হুরে জান্নাত হিরা। সংগঠনের সকল বিষয়াদি উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন। বছর শেষে আর্থিক রিপোর্ট পেশ করেন অর্থ সম্পাদক জাবেদ পারভেজ। প্রেস বিজ্ঞপ্তি।