পতেঙ্গা মাইজপাড়ায় সংবর্ধনা সভা

| বৃহস্পতিবার , ৩০ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৪৮ পূর্বাহ্ণ

নগরীর পতেঙ্গা মাইজপাড়া এলাকাবাসীর পক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান গত শুক্রবার পুরাতন কন্ট্রোল মোড় সায়রা সিদ্দিক আইডিয়াল স্কুলে অনুষ্ঠিত হয়। বৈশ্বিক করোনা মহামারীতে বিশেষ অবদান রাখায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আজীবন সদস্য ও ইসলামী যুব কাফেলার সভাপতি মো. ফোরকানের সম্মানে এই সবংর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাইজপাড়া সমবায় সমিতির সিনিয়র উপদেষ্টা ডা. ওসমান গণির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক চৌধুরী জামাল উদ্দিন মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন ৪০নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর হাজী জয়নাল আবেদীন, শহর সমাজেসেবা সমন্বয় পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম, পদ্মা অয়েল কোম্পানি অফিসার শিপিং মো. ইউসুফ। প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবু তাহের। পতেঙ্গা মাইজপাড়া সমবায় সমিতির সাধারণ সম্পাদক নুরুল হুদা জুজু ও কোষাধ্যক্ষ মো. লোকমানের সঞ্চালনায় এতে সংবর্ধিত অতিথি ছিলেন পদ্মা অয়েল কোম্পানির সহকারী ব্যবস্থাপক মো. ফোরকান।
বক্তব্য রাখেন সমিতির সভাপতি মোসলেম উদ্দিন, সমাজসেবক হাজী জানে আলম, হিউম্যান এইড পতেঙ্গার সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক অনিক হোসেন, কাউন্সিলর প্রতিনিধি আলী হায়দার, মহিলা নেত্রী ইয়াসমিন আকতার মিনু, মো. সেলিম, শাহাবুদ্দিন টিটু, ইকবাল জাবেদ, স্বাধীনতা নারী শক্তির শাহনাজ বেগম, লাকী খানম, রুমী আকতার, নাসরিন আকতার, মহিলা নেত্রী রহমতুন নেছা, নাসরিন আকতার, জাহেদা নুর, নিলু আকতার, ইয়াসমিন আকতার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকরোনা নিয়ে ‘কর্মফল’
পরবর্তী নিবন্ধইউএসটিসি ও মালয়েশিয়ার ইউকেএম ভার্সিটির আন্তর্জাতিক ফোরাম