পতেঙ্গা ফুটবল একাডেমির মতবিনিময় সভা

| রবিবার , ২৮ নভেম্বর, ২০২১ at ৮:৫৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নিবন্ধিত পতেঙ্গা ফুটবল একাডেমির মতবিনিময় সভা গত শুক্রবার একাডেমি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম খেলোয়াড় সমিতির সাংগঠনিক সম্পাদক ও একাডেমির সভাপতি মো. লোকমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুর রহমান মিন্টুর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন সমাজসেবক মো. মুজিবুল হক, ইকবাল হোসেন, মো. জসিম উদ্দিন, ইকবাল জাবেদ, সাবেক জাতীয় ফুটবলার জাহাঙ্গীর আলম মিন্টু, নজরুল ইসলাম মিন্টু, মো. নজীর, ইমতিয়াজ চৌধুরী, মো. বেলাল, আবদুল হালিম নেচার, খুরশীদ আলম, মো. সোলাইমান, মো. ইউসুফ, জাবেদ আহমেদ, মো. সবুজ প্রমুখ। সভায় পতেঙ্গা ফুটবল একাডেমির কার্যক্রম গতিশীল করতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। বক্তারা পতেঙ্গা থেকে মানসম্মত খোলায়াড় তুলে আনতে নানা প্রকল্প হাতে নেওয়ার প্রস্তাবনা তুলে ধরেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধটানা পাঁচ ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে বাংলা টাইগার্স
পরবর্তী নিবন্ধকর্ণফুলী ক্লাব-রেলওয়ে রেঞ্জার্স ড্র