উত্তর পতেঙ্গা ৪০ নং ওয়ার্ডস্থ পতেঙ্গা পাবলিক স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণ স্কুল প্রাঙ্গণে গতকাল রোববার সম্পন্ন হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক মো. ফরহাদ আরিফের সভাপতিত্বে শিক্ষক মো. রায়হান ও সানজিদা আকতার, শাহিদা আক্তার রুপার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক মো. মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপদেষ্টা সদস্য মুজিবুল হক কোম্পানি, পরিচালক নূর মোহাম্মদ, পরিচালক অর্থ মো. তৈয়ব আলী, সাধারণ সম্পাদক, পরিচালক মুহাম্মদ আবু সাঈদ শামু, ক্রীড়া সংগঠক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষিকা নাজমা আকতার রিনা, উপদেষ্টা সদস্য মো. লিয়াকত আলী, ইকরাম হোসেন প্রমুখ।












