পতেঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের ৩১ সদস্য বিশিষ্ট ও ৪১নং ওয়ার্ডে ৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু, সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদসহ মহানগর নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি নাজির পাড়া মোড় হতে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাটগড় মোড়ে গিয়ে এক সমাবেশের মাধ্যমে সমাপ্তি ঘটে। পতেঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটি আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ ওসমানের সঞ্চালনায় এ সময় উপস্থিত সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ কাইসার, যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল মতিন, নিজাম উদদীন, তাজুল ইসলাম, মাসুদ আলম মাসুদ, তপন দে, ইরফান হোসেন রিপন, আব্দুললাহ আল রিয়াদ, ইলিয়াস জুয়েল বাবু, আতিক, ৪১নং ওয়ার্ড আহবায়ক মোঃ সাইফুল ইসলাম রিপন, সদস্য সচিব মোঃ ইসমাইল, ৪০ ওয়ার্ডের আলমগীর বাদশা, মোঃ আবু সাইদ, জালালসহ আরও নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।