পুরো রমজান মাস ধরে চলা পতেঙ্গা থানা ছাত্রলীগের ইফতার বিতরণ কর্মসূচির অংশ হিসেবে আজ পতেঙ্গা থানাধীন ৪০ নং ওয়ার্ডের কাঠগড় মোড়, কেইপিজেড এবং ৪১নং ওয়ার্ডের বিমানবন্দর, বিজয়নগর মোড়ে রোযাদারদের মধ্যে ইফতার বিতরণ করা হয়।
পতেঙ্গা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহরাজ তৌসিফের তত্ত্বাবধানে ইফতার বিতরণে অংশ নেন সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন নয়ন, পরিবেশ বিষয়ক সম্পাদক শাহনেওয়াজ আকিব, থানা ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম, মাহিন রশিদ, ফারহান রাতুল, ওমর, তমাল, আলভী, আতিক রেজা, অনিক, নাইম, নকিব, ইউসুফ, খালেদ প্রমুখ।