পতেঙ্গা টি-২০ বয়েজ ক্লাবের উদ্যোগে রাত্রিকালীন শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় নিউ স্টারকে ২ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ফাহিম স্মৃতি। গত ২০ মার্চ রোববার রাতে নগরীর পতেঙ্গা পূর্ব কাটগড় কন্ট্রোলমোড় দক্ষিণ বিলে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষক লীগ চট্টগ্রাম মহানগর সাংগঠনিক সম্পাদক মো. জাবেদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন মো. ইমতিয়াজ, তরুণ উদ্যোক্তা টিটু দেব, মো. হুমায়ুন কবির, মো. নুরুল ইসলাম সোনা মিয়া, মো. নাছির আহম্মদ, মো. নজরুল ইসলাম মিন্টু, মোজাহের ইসলাম, এনামুল হক মুক্তার, রেজাউল করিম, জুনায়েদ হোসেন ইরাম, বাবু কুমার, মো. দিদার, মো. আরিফ, ছাবের আহম্মেদ। উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির মো. সোহেল, গিয়াস আল মামুন, নয়ন উদ্দিন, ইমতিয়াজ ইবান ইফতি, মো. আরমান।