পতেঙ্গা কাঠগড়ে মুনিরীয়া যুব তবলীগের এশায়াত মাহফিল

| রবিবার , ১৫ অক্টোবর, ২০২৩ at ৫:০০ পূর্বাহ্ণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (.) উপলক্ষে মুনিরীয়া যুব তবলীগ কমিটি মহানগর সমন্বয় পরিষদের উদ্যোগে গতকাল শনিবার উত্তর পতেঙ্গা কাঠগর বাজারস্থ একটি কনভেনশন সেন্টারে এশায়াত মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের মহানগর সমন্বয় পরিষদের সচিব মুহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে মাহফিলে প্রধান আলোচক ছিলেন সংগঠনের মহাসচিব অধ্যাপক মুহাম্মদ ফোরকান মিয়া। বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন।

উপস্থিত ছিলেন মুহাম্মদ দেলোয়ার হোসেন অধ্যক্ষ মুহাম্মদ অলি আহাদ, মুহাম্মদ মিজানুর রহমান, মুহাম্মদ হাসান, মুহাম্মদ মাহবুব আলম প্রমুখ।

বক্তারা কুরআন ও সুন্নাহর আলোকে জীবন গঠন করার জন্য সকলের প্রতি আহবান জানান। শেষে মিলাদকিয়াম শেষে মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমৈত্রী চৌধুরীহাট কর্মজীবী সমিতির বস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধচিকিৎসা ও শিক্ষা খাতে নিষ্ঠা ফাউন্ডেশনের অনুদান প্রদান