পতেঙ্গা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবদুল বারেক গ্রেফতার

| সোমবার , ১৬ ডিসেম্বর, ২০২৪ at ৩:৫৮ অপরাহ্ণ

পতেঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি ও ৪০নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আবদুল বারেক কোম্পানিতে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭)।

আজ সোমবার সকালে তাকে নগরীর বাকলিয়ার দিদার মার্কেট এলাকার একটি বাসা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি দৈনিক আজাদীকে নিশ্চিত করে আবদুল বারেকের মেয়ে সালমা সোলতানা মনি বলেন, বাকলিয়ার একটি বাসা থেকে আমার বাবাকে গ্রেফতার করা হয়েছে। জানতে পেরেছি তাকে কোতায়ালী থানায় নিয়ে যাওয়া হচ্ছে।

যদিও এ বিষয়ে র‍্যাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে সাবেক এই কমিশনারের বিরুদ্ধে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর গুলিবর্ষণসহ তার বিরুদ্ধে মামলা রয়েছে।

বিস্তারিত আসছে…

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে আওয়ামী লীগ নেতা পেয়ার আহমেদ গ্রেফতার
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদলকর্মী নিহত