পতেঙ্গা এলাকায় ইন্টারসেকশন নির্মাণের নির্দেশনা

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৩ মার্চ, ২০২২ at ৬:১০ পূর্বাহ্ণ

টানেল চালু হলে পতেঙ্গাসহ সন্নিহিত অঞ্চলে যান চলাচলের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসবে বলে উল্লেখ করে সব ধরনের জটিলতা এড়াতে দ্রুততম সময়ের মধ্যে একটি পরিকল্পিত ইন্টারসেকশন নির্মাণের নির্দেশনা প্রদান করা হয়েছে। গতকাল মন্ত্রীপরিষদ বিভাগের সচিব খোন্দকার আনোয়ারুল ইসলামের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল পতেঙ্গা এলাকা পরিদর্শন করে উপরোক্ত নির্দেশনা প্রদান করেন।
টানেল নির্মাণের পর পতেঙ্গা এলাকায় যান চলাচল অতীতের যে কোন সময়ের তুলনায় বহুগুণে বৃদ্ধি পাবে। টানেলের গাড়ির পাশাপাশি পতেঙ্গা পর্যটন স্পটের গাড়ি, স্থানীয়দের গাড়ি এবং ইপিজেডসহ স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানের গাড়িগুলো নিয়ে একটি হ য ব র ল পরিস্থিতি সৃষ্টি হবে। এই ধরনের পরিস্থিতিতে যাতে কোনো গাড়ির জটলা তৈরি না হয় সেজন্য একটি মানসম্পন্ন ইন্টারসেকশন নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। কোন গাড়ি কোন লেনে গিয়ে কোন পথ ধরবে তা নিশ্চিত করা হবে এই ইন্টারসেকশনের মাধ্যমে। গতকাল একটি ইন্টারসেকশন প্ল্যান দ্রুত তৈরি করে কাজ শুরু করার তাগাদা দিয়েছেন কেবিনেট সচিব।
একই সাথে তিনি পতেঙ্গার ওয়েস্ট পয়েন্ট এলাকায় বাঁধ নির্মাণ করে বড় ধরনের জলোচ্ছ্বাস থেকে টানেলকে রক্ষার প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার উপরও গুরুত্বারোপ করেছেন।
এই সময় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, চট্টগ্রামের নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তাবৃন্দ, চট্টগ্রামের জেলা প্রশাসক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তাসহ সংশিষ্টরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধপাগলা মসজিদের দান বাক্সে পৌনে ৪ কোটি টাকা
পরবর্তী নিবন্ধঘাট-গুদাম শ্রমিকদের লাগাতার কর্মবিরতির ডাক