পতেঙ্গা উচ্চ বিদ্যালয় হীরক জয়ন্তী উৎসবের প্রস্তুতি সভা

| শনিবার , ৪ নভেম্বর, ২০২৩ at ৪:৫৪ পূর্বাহ্ণ

পতেঙ্গা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত হীরক জয়ন্তী উৎসব ২০২৩ ও মিলন মেলা উদযাপন পরিষদের প্রস্তুতি সভা ৩০ অক্টোবর কাটগড় নূর শপিং কমপ্লেক্সস্থ অস্থায়ী কার্যালয়ে আহ্বায়ক, সাবেক কাউন্সিলর হাজী জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় হীরক জয়ন্তী অনুষ্ঠানের কার্যক্রম যথাক্রমে প্রকাশনা, অর্থ, প্রচার, সাংস্কৃতিক, সাজসজ্জা ও আপ্যায়ন উপ কমিটির কার্যক্রম অগ্রগতি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে সাজসজ্জা উপ কমিটির আহ্বায়ক হিসেবে শাকিল হারুনকে দায়িত্ব প্রদান করা হয়।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আবদুল হাই, ওয়াহিদুল আলম মাস্টার, মোঃ জানে আলম, নাছির আলম, মোঃ ফোরকান, মোঃ সোলাইমান, নাজমুল হুদা, মনোজ সরকার, শাকিল হারুন, আলী নওশাদ, মোঃ আলী নুর, তৈয়ব আলী, সাদেকুর রহমান, ইকবাল হোসেন, রফিকুল ইসলাম মোরশেদ, ছাবের আহম্মদ, দেলোয়ার হোসেন ও আসমা মনি প্রমুখ। পরিষদের আরেকটি সভা গত ২ নভেম্বর অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনিউজিল্যান্ড ও পাকিস্তান দু’দলেরই লক্ষ্য সেমিফাইনাল
পরবর্তী নিবন্ধপণ্য ও গণ পরিবহন মালিক শ্রমিকের যৌথ মতবিনিময় সভা