চোরাচালানের সময় নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকা থেকে ভ্যাট ও হুইস্কিসহ ১৪৪ বোতল বিদেশি মদ জব্দ করেছে কোস্ট গার্ড। এসব মদের বাজার মূল্য ৪০ লাখ টাকা। গত শনিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয়।
গতকাল রোববার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম–উল–হক এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ডের জাহাজ ‘অপূর্ব বাংলা’ পতেঙ্গা থানাধীন সি বিচ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে। এ সময় পরিত্যক্ত অবস্থায় প্রায় ৪০ লাখ টাকার ১৪৪ বোতল মদ জব্দ করা হয়। এর মধ্যে ৬০ বোতল ভ্যাট ৬৯ হুইস্কি, ৪৮ বোতল ব্যালেন্টাইন হুইস্কি এবং ৩৬ বোতল রেড লেবেল হুইস্কি রয়েছে। অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যায়। জব্দ করা মদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।