পতেঙ্গায় হোছেন আহমদ পাড়া সমাজকল্যাণ পরিষদের মানববন্ধন

সকল ধরনের অবৈধ হোটেল বন্ধের দাবি

| শনিবার , ২৭ মে, ২০২৩ at ৭:০৯ পূর্বাহ্ণ

নগরীর উত্তর পতেঙ্গা ৪০নং ওয়ার্ডে সকল ধরনের অবৈধ হোটেল ও অসমাজিক কার্যকলাপ বন্ধের দাবি জানিয়েছে হোছেন আহমদ পাড়া সমাজকল্যাণ পরিষদসহ স্থানীয় এলাকাবাসী। জিইএম গেটের উত্তর পাশে অবস্থিত ‘নিরিবিলি’ আবাসিক হোটেলে দীর্ঘদিন যাবৎ চলমান অনৈতিক, অসামাজিক কার্যক্রম বন্ধের দাবিতে গতকাল বাদ জুমা এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সর্বস্তরের মুসল্লিরা অংশ নেন।

তারা বলেন, দীর্ঘদিন ধরে ‘নিরিবিলি’ হোটেলে অনৈতিক ও অসামাজিক কার্যক্রম চলে আসছে। এতে করে এলাকার উঠতি ছেলেমেয়েরা বিপথে পা দিচ্ছে। পড়ালেখার পরিবেশ নষ্ট হচ্ছে। মানববন্ধনে সভাপতিত্ব করেন সমাজসেবক হাজী শাহাদাত হাসান। এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন হাজী নুরুল আবছার, হাজীর নুর আহমদ, আবদুল হাই, হাজী শামসুদ্দীন, হাজী ইউছুফ কোম্পানী, নাসিরুল আলম, সুলতান আহমদ, জাফর আহমদ, মোহাম্মদ ইদ্রিছ, নিজামুল হক, সাদেকুর রহমান, নুরুল আবছার খোকন, ওয়াহেদ হাছান, মোহাম্মদ ইকবাল, ইছমাইল আজিজ, আফরোজা খানম, নজরুল ইসলাম মিন্টু, মেহেরাজ তৌসিফ, ছাবের আহমদ, মিজানুর রহমান সাহেদ, সাজ্জাদ হোসেন, নাছির আহমদ, মোহাম্মদ হোসেন সুমন, আবদুল কুদ্দুছ মাখন, জোবায়ের বাশার, পান্না আকতার, রত্না আকতার, ইলিয়াছ, বাপ্পী, আলফাজ, প্রিন্স কামালসহ অন্যরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভাটিয়ারীতে গীতা শিক্ষা কেন্দ্রে গীতা জয়ন্তী
পরবর্তী নিবন্ধসড়ক যোগাযোগের আওতায় আসছে বিলাইছড়ি