নগরীর পতেঙ্গার কাঠগড় এলাকায় সাড়ে ৪ কোটি টাকা মূল্যের ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। তার নাম মো. নাছির। উত্তর পতেঙ্গার পূর্ব কাঠগড় এলাকার বাসিন্দা তিনি। র্যাবের ভাষ্য অনুযায়ী– মো. নাছির একজন মাদক কারবারি।
গতকাল সকালে পতেঙ্গার পূর্ব কাঠগড় এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলা থেকে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। র্যাব জানায়, মাদক ব্যবসায়ীরা নগরীর পতেঙ্গার কাঠগড় এলাকার একটি বসতবাড়িতে অবৈধভাবে মাদকদ্রব্য মজুদ করে বিক্রয়ের জন্য অবস্থান করছে– এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে পালানোর চেষ্টাও করেন মো. নাছির। তবে তিনি সফল হননি। অভিযান পরিচালনাকারী টিমের সদস্যরা তাকে ধরে ফেলেন। একপর্যায়ে তার নির্মানাধীন একটি ভবনের দ্বিতীয় তলা থেকে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের বাজার মূল্য সাড়ে ৪ কোটি টাকা।
র্যাব আরো জানায়, জিজ্ঞাসাবাদে মো. নাছির জানিয়েছেন– তিনি দীর্ঘদিন ধরে কঙবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্পমূল্যে ইয়াবা ক্রয় করে নগরীসহ চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী মূল্যে বিক্রয় করে আসছেন। তার ক্রেতা মাদক ব্যবসায়ী ও সেবনকারীরা। গ্রেপ্তার মো. নাছিরের বিরুদ্ধে পতেঙ্গা থানায় দুটি মামলা রয়েছে। এরমধ্যে একটি মাদক ও অপরটি বিশেষ ক্ষমতা আইনের মামলা। র্যাব–৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন দৈনিক আজাদীকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে র্যাবের একটি দল অভিযান চালিয়ে মো. নাছিরকে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে দেড় লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।












