পতেঙ্গায় সফিউল আলম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

| বুধবার , ২৭ জানুয়ারি, ২০২১ at ৭:৩৪ পূর্বাহ্ণ

আলহাজ্ব মোহাম্মদ সফিউল আলম স্মৃতি আয়োজিত উন্মুক্ত মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা গত রোববার পতেঙ্গা কন্ট্রোলের মোড় বায়তুশ শরফ মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। আম্বিয়া গ্রুপ ও কর্ণফুলী ক্যাবল টিভি নেটওয়ার্কের সার্বিক সহযোগিতায় উদ্বোধনী খেলায় প্রধান অতিথি ছিলেন আম্বিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল হাশেম রাজা। উদ্বোধক ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ৪০ নং ওয়ার্ড দলীয় কাউন্সিলর প্রার্থী আবদুল বারেক। স্বাগত বক্তব্য দেন আম্বিয়া গ্রুপের পরিচালক শফিউল আজম। পরিচালক আব্দুল হালিমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন টিটু দেব, জাবেদ হোসাইন প্রমুখ। উদ্বোধনী খেলায় চড়িহালদা খেলোয়াড় কল্যাণ সমিতি ১-০ গোলে আবুল কালামকে পরাজিত করে। খেলায় ম্যান অব ম্যাচ নির্বাচিত হয়েছেন আশরাফ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রস্তুতি ম্যাচে ভাল করে টেস্ট দলে জায়গা পেতে চান চট্টগ্রামের ছেলে রাব্বি
পরবর্তী নিবন্ধইতালির প্রধানমন্ত্রীর পদত্যাগ