পতেঙ্গা শ্রী শ্রী লোকনাথ সেবা সংঘের উদ্যোগে ১০ জুন পতেঙ্গা হিন্দু পাড়া শ্মশান শিব ও কালী মন্দির প্রাঙ্গণে লোকনাথ ব্রহ্মচারীর ১৩২ তম তিরোধান উপলক্ষে দিনব্যাপী পাঁচালি কীর্ত্তন, গীতা পাঠ, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন গোবিন্দ ব্রক্ষচারী মহারাজ।
পতেঙ্গা শ্রী শ্রী লোকনাথ সেবা সংঘের সভাপতি ডা. বিদ্যাপতি মল্লিক বিপ্লবের সভাপতিত্বে এবং অসিত কান্তি চৌধুরীর সঞ্চালনায় সভায় অতিথি ছিলেন, বাংলাদেশ জুয়েলারি সমিতি চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক লায়ন প্রনব সাহা, সমাজসেবক বাবুল দেব রায়। বক্তব্য রাখেন পতেঙ্গা হিন্দু পাড়া শ্মশান শিব ও কালী মন্দিরের পরিচালনা পরিষদের সভাপতি সাধন নন্দি, সাধারণ সম্পাদক মিন্টু চৌধুরী। ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশনা করেন প্রেম সুন্দর বৈঞ্চব ও নিলীমা বিশ্বাস। অনুষ্ঠান শেষে বিভিন্ন মন্দির কমিটিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন, লোকনাথ সেবা সংঘের সহ-সভাপতি ধনপতি দেব নুনুক, বিশু দে, নিত্য ধর, এ্যাড. ক্লাক অসীম বিশ্বাস, সাধারণ সম্পাদক জনি চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক সাজু বৈদ্য, সজল সরকার, সুমন দে। আরও উপস্থিত ছিলেন সমন্বয়কারী শ্যামল কান্তি দে, সজল কান্তি দেবনাথ, হোক মজুমদার, কিরন পাল, উৎপল দে, দেবাশীষ চৌধুরী শম্ভু, মানস মল্লিক, শ্যামল ভৌমিক, উজ্জ্বল দেব, শ্যামল মালাকার, মিন্টু চৌধুরী, ডা. সুমন চৌধুরী, শুভ দাশ, পরিমল বিশ্বাস, সুমন দাশ, দেবী সেন, শিবু মজুমদার,
রুপন বিশ্বাস, লাভলু দাশ, উত্তম নন্দী, সুমন পাল, পিন্টু দাশ, শ্যামল মালাকার, প্রদীপ দে প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।