নগরীর পতেঙ্গা থানাধীন মুসলিমাবাদ জেলেপাড়া ঘাট সংলগ্ন মেইন রোডে লরির ধাক্কায় মনির উদ্দিন মঈনুদ্দিন (২৪) নামে এক জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। লরির ধাক্কায় নিহত মনির উদ্দিনের বাড়ি আনোয়ারা উপজেলার গহিরা পশ্চিম পাড়ায়। তিনি মৃত বদিউল আলম ও ফরিদা বেগমের ছেলে। ঘটনার দিন তিনি মুসলিমাবাদ জেলেপাড়া এলাকার খুরশিদা ভিলায় অবস্থান করছিলেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, মনির উদ্দিন রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি লরি তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পতেঙ্গা থানা পুলিশ জানায়, চালক লরিটি নিয়ে পালিয়ে গেছে। লরিটি জব্দ ও চালককে শনাক্তের চেষ্টা চলছে।











