পতেঙ্গায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আজাদী অনলাইন | রবিবার , ২০ জুন, ২০২১ at ১১:৩৪ পূর্বাহ্ণ

নগরের পতেঙ্গা থানার ইস্টার্ন রিফাইনারির ৫নং গলির ফজলে এলাহির ভাড়ার ঘরে কাউছার খান জিহাদ (২১) নামে এক যুবক আত্মহত্যা করেছে। শনিবার (১৯ জুন) দুপুর দেড়টার দিকে টিনশেড ভাড়া বাসা থেকে এঙ্গেলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ।

কাউছার খান জিহাদ ফেনী জেলার সদর থানার ধলিয়া এলাকার ফজলুল করিম মেম্বার বাড়ির মুস্তাফিজুর রহমানের ছেলে। কাউছার খান জিহাদ পিতা মুস্তাফিজুর রহমান বলেন, জিহাদ ফেনীতে একটি কারখানায় চাকরি করত। কখন থেকে চট্টগ্রামে এসে চাকরি করতেছে, আমি জানিনা। আজ দুপুর ২ টার দিকে পতেঙ্গা থানা পুলিশ আমাকে মোবাইলে জানিয়েছে জিহাদ আত্মহত্যা করেছে। কি কারণে আত্মহত্যা করেছে কিছুই জানিনা। জিহাদের ভোটর আইডি কার্ড ও কাগজপত্র আত্মীয়স্বজন নিয়ে চট্টগ্রামে এসেছি।-বাংলানিউজ

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, দুপুর দেড়টার দিকে থানায় খবর এসেছে যুবক আত্মহত্যা করেছে। টিনশেডের বাসার দরজা ভেঙ্গে অ্যাঙ্গেলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইরানের পরবর্তী প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি
পরবর্তী নিবন্ধব্যান্ড শিল্পী সুব্রত বড়ুয়া রনির স্মরণসভা