স্টুডেন্ট এন্ড মেরিন ক্লাবের উদ্যোগে তৃতীয় বারের মতো উন্মুক্ত মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা গত শুক্রবার পতেঙ্গার পূর্ব হোসেন আহমদ পাড়া গাজী পুকুরপাড়স্থ মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় জালাল আহমেদ স্মৃতি ২-০ গোলে আলী শাহ সেভেন স্টারকে পরাজিত করে। খেলা পরিচালনা করেন রেফারি মো. হারুন। শওকত হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পতেঙ্গা থানার ওসি জোবাইর সৈয়দ। উদ্বোধক ছিলেন ৪০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর আবদুল বারেক। বক্তব্য রাখেন শাহাদাত হাসান, ওয়াহিদ হাসান, ইমতিয়াজ চৌধুরী, টিটু দেব, নজরুল ইসলাম মিন্টু, জাহাঙ্গীর হোসেন শান্ত, নাজিম উদ্দিন, সাইফুদ্দিন, তৌহিদুল ইসলাম, রুবেল, জিসান, ইফতু, রাজু, হেলাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।