পতেঙ্গায় মহিলা সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী

| বৃহস্পতিবার , ৩ ডিসেম্বর, ২০২০ at ১১:০২ পূর্বাহ্ণ

জেলা তথ্য অফিস চট্টগ্রামের উদ্যোগে ১ ডিসেম্বর পতেঙ্গার কাটগড় বাজার এক মহিলা সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনীসহ বিশেষ প্রচার কার্যক্রম জেলা তথ্য অফিস চট্টগ্রামের উপপরিচালক সাঈদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সাবেক মহিলা ওয়ার্ড কাউন্সিলর শাহনূর বেগম। তিনি বলেন, বর্তমান সরকারের রুপকল্প-২০২১ অনুযায়ী দেশ নিম্নমধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। সরকার আর্থ-সামাজিক ও অবকাঠামোখাতে ব্যাপক সাফল্য অর্জন করেছে। বর্তমানে দেশে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ মাধ্যমসহ প্রায় সকল মাধ্যমে ই-সেবা কার্যক্রম দিনদিন প্রসারিত হচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ক্যাব পতেঙ্গা থানার সভাপতি মোহাম্মদ ইদ্রিছ, পতেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ নুরুল আবছার, স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আলী শিকদার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপুটিবিলায় ব্যাটারি রিক্সা উল্টে চালকের মৃত্যু
পরবর্তী নিবন্ধপ্রিয়তোষ বড়ুয়া