পতেঙ্গায় ভারি যানবাহনের বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণের দাবি ছাত্রলীগের

| বুধবার , ২৪ মে, ২০২৩ at ৬:০২ পূর্বাহ্ণ

অপরিকল্পিতভাবে নির্মিত কন্টেইনার ডিপো স্থানাস্তর এবং ভারি যানবাহনের বেপোরোয়া চলাচল নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের যথাযথ হস্তক্ষেপ কামনা করেছে পতেঙ্গা থানা ছাত্রলীগ। গতকাল সিটি মেয়র ও এমপি লতিফসহ প্রশাসনের কাছে দেওয়া এক স্মারকলিপিতে নেতৃবৃন্দ এ দাবি জানান। স্মারকলিপিতে নেতৃবৃন্দ বলেন, প্রাকৃতিক সৌন্দর্য বেষ্টিত জনপদ পতেঙ্গা বর্তমানে মৃত্যু উপতাকায় পরিণত হয়েছে। লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন লরি এবং সড়কের অব্যবস্থাপনার শিকার হচ্ছে পতেঙ্গার সাধারণ বাসিন্দারা। পতেঙ্গায় নানা শিল্প প্রতিষ্ঠান, সরকারিবেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। এসকল প্রতিষ্ঠানে কর্মরত নানা শ্রেণীপেশার মানুষ প্রতিনিয়ত চলাচল করে চরম ঝুঁকি নিয়ে।

গত ১১ মে কন্টেইনার ছিটকে পড়ে রিক্সার উপরে পড়ে সাইলো অপারেটর মোঃ ইউনুস এবং তার পুত্র মোঃ আব্দুর রহিম মারা যান। এছাড়া গত ১৭ মে বিকালে বিমানবন্দর সড়কে লরি থেকে লোহার পাইপ পড়ে গিয়ে সিএনজি অটোরিকশার দুজন যাত্রী মারাত্মক আহত হয়। ওই লরিতে লোহার পাইপগুলো ভালোভাবে আটকানো ছিলো না। এমতাবস্থায় অবিলম্বে ডিপোগুলোকে যথাযথ সেইফটি প্রটোকল মানতে আহবান জানান নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধড্রিপস সুইটস বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধপটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানির মেশিন স্থাপন