সরকার ঘোষিত দৈনিক ৮০০ টাকা মজুরি, ঈদ বোনাস, চাকরি স্থায়ীকরণ, বৈশাখী ভাতাসহ মোট ৫ দফা দাবিতে পতেঙ্গায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অধীনস্থ প্রতিষ্ঠানে নিযুক্ত দৈনিক ভিত্তিক কর্মচারী ঐক্য পরিষদ। এসময় তারা ইস্টান রিফেইনারী লিমিটেডের সামনে দুই ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে নগরের পতেঙ্গা থানাধীন ইস্টার্ন রিফেইনারী লিমিটেডের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
বিপিসির অধীনস্থ প্রতিষ্ঠানে নিযুক্ত দৈনিক ভিত্তিক কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইআরএল ১০২২ ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ার, সহসভাপতি সালাউদ্দিন, ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, কার্যকরী সভাপতি দেলোয়ার হোসেন। আরো বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী সহসভাপতি ওয়াহিদুল আলম বাবলু, কফিল উদ্দিন, সহ সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মদ, অর্থ সম্পাদক মনিরুজ্জামান, আরাফাত, আকিল, নাজিম, জাহাঙ্গীর, ফারুকসহ আরো অনেকে। প্রেস বিজ্ঞপ্তি।