নগরের ইপিজেড থানাধীন স্টিলমিল বাজারে বিদ্যুৎস্পৃষ্টে মো. রাসেল (১৪) নামে কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
মো. রাসেল স্টিলমিল বাজারে একটি দোকানের কর্মচারী ছিলেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা দোকানের ম্যানেজার মো. জসিমের বরাত দিয়ে পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, দোকানে কাজ করার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক সংযোগে হাত লাগে রাসেলের। এতে সে অজ্ঞান হয়ে পড়ে যায়।
এ অবস্থায় দুপুর ২টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রাখা হয়েছে।