নগরীর পতেঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ রাকিব (১৮) নামে এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। গত বুধবার দিবাগত রাত আটটার দিকে কাটগড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব ওই এলাকার হাসেম ভিলা নামের একটি ভবনের নিরাপত্তীরক্ষী হিসেবে কর্মরত ছিলেন। তিনি পিরোজপুর জেলার মঠবাড়িয়া এলাকার ইমদাদুল হকের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির তদারককারী কর্মকর্তা পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, রাকিব হাসেম ভিলায় নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিল। ওই ভবনের বিদ্যুতের সংযোগ চেক করতে গিয়ে অসর্তকতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।