পতেঙ্গায় পোশাককর্মী খুনের ঘটনায় দুই সহকর্মী গ্রেফতার

আজাদী অনলাইন | মঙ্গলবার , ২৩ মার্চ, ২০২১ at ৯:৪২ অপরাহ্ণ

নগরীর পতেঙ্গায় পোশাককর্মীকে খুনের ঘটনায় তার দুই সহকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। নগরীর চান্দগাঁও এবং পতেঙ্গার খেজুরতলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার (২৩ মার্চ) পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইর সৈয়দ এ তথ্য জানান। বাংলানিউজ
গ্রেফতার দুই জন হলো মো. এহেছান (২৬) ও বেলাল হোসেন (১৯)।
প্রসঙ্গত, গত রবিবার বিকেলে নগরীর পতেঙ্গা থানার নারিকেল তলা এলাকায় র‌্যাব অফিসের গলিতে মো. শরীফ (২২) নামে এক পোশাককর্মীকে মারধর ও ছুরিকাঘাতে খুন করে তার সহকর্মীরা। পরে সোমবার বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইর সৈয়দ বলেন, “শরীফের খুনের সঙ্গে জড়িত সন্দেহে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। পাওনা টাকা নিয়ে শরীফ ও তার সহকর্মীদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রবিবার এ সংক্রান্ত বিষয় নিয়ে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।”

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১১
পরবর্তী নিবন্ধচকরিয়ায় ৩০ জনকে আসামি করে আদালতে মামলা