চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানার কাঠগড় এলাকায় পুকুরে রিসবান সালেহ আরিশ (৩) ও ফায়রুজ উলফাত ওয়াজিহা (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) সকালে পূর্ব কাঠগড় তিনতলা মসজিদ মুছা কন্ট্রাক্টরের বাড়িতে এ ঘটনা ঘটে। পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরিশ ও ওয়াজিহা ওই বাড়ির মো: নাছির উদ্দিন ও মো: নেজাম উদ্দিনের মেয়ে। তারা দু’জন সম্পর্কে চাচাতো বোন বলে জানা গেছে।
তিনি জানান, পরিবারের সদস্যদের অগোচরে দুই শিশু খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। পরে বাড়ির লোকজন তাদের উদ্ধার করে নৌবাহিনী হাসপাতাল নিলে সেখানকার চিকিৎসকরা দুই শিশুকে মৃত ঘোষণা করেন।