পতেঙ্গায় পাকাভবনসহ ৪০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২ জুন, ২০২২ at ৪:০৭ পূর্বাহ্ণ

পতেঙ্গায় উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। গতকাল সকাল থেকে পতেঙ্গাস্থ র‌্যাব৭ কার্যালয়ের পাশে নারিকেল তলা নামক এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

এতে তিন তলা, দোতলা এবং একতলা পাকাভবনসহ চল্লিশটির মতো স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সিডিএ ভবনগুলোকে অবৈধ এবং সিডিএর হুকুম দখলকৃত জায়গায় নির্মাণ করা হয়েছে। আউটার রিং রোড প্রকল্পের একটি ফিডার রোডের জায়গায় এসব স্থাপনা পড়ায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় বলেও সূত্র জানিয়েছে।

তবে স্থানীয়রা গতকাল তীব্র ক্ষোভ প্রকাশ করে সিডিএ অন্যায়ভাবে তাদের বাড়িঘর ভেঙ্গে দিচ্ছে বলে অভিযোগ করেছেন। তারা মানববন্ধন করে এই উচ্ছেদ অভিযানের প্রতিবাদ জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহালদায় ভেসে উঠল ১২ কেজির মরা কাতলা
পরবর্তী নিবন্ধকারাবন্দি ছেলেকে দেখতে যাওয়ার পথেই পরিবারের ৫ জনের মৃত্যু