পতেঙ্গায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে জামাল মিয়া (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে পতেঙ্গার দক্ষিণ ডেলপাড়ার সেকান্দার মিয়ার নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাল মিয়া বরগুনার পাথরঘাটা এলাকার মোক্তার হাওলাদারের ছেলে।
নির্মাণাধীন সেকান্দার মিয়ার বিল্ডিংয়ের জমিদার জসিম উদ্দিন বলেন, জামাল মিয়া আমার বিল্ডিংয়ে ২ মাস যাবত কাজ করছিল। দুপুর ১২টার দিকে বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় বাইরের দিকে বাঁশের ঘেরা দেওয়ার সময় পা পিছলে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হলে তাকে দুপুর ১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান আজাদীকে বলেন, নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় নির্মাণকাজ করার সময় দুর্ঘটনাবশত নিচে পড়ে জামাল মিয়া গুরুতর আহত হন। সহকর্মীরা উদ্ধার করে দুুপুর সোয়া ১টার দিকে চমেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।