পতেঙ্গায় নিখোঁজ আনোয়ারায় ভেসে উঠল লাশ

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ৬ আগস্ট, ২০২২ at ৩:৫২ পূর্বাহ্ণ

পতেঙ্গা সৈকতের আকমল আলী পয়েন্টে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশু আলী নেওয়াজ তপুর (১১) মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের উঠান মাঝির ঘাট এলাকায় লাশটি ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে। এরপর গহিরা বার আউলিয়া নৌ পুলিশের মাধ্যমে শিশুটির মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তপু নগরীর ইপিজেড এলাকার দারুস সালাম মসজিদ গলির মো. ইউসুফের পুত্র।
গহিরা বার আউলিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাছির উদ্দীন বলেন, আমরা জানতে পারি উদ্ধার হওয়া শিশুর নাম আলী নেওয়াজ তপু। সে পতেঙ্গা সৈকতের আকমল আলী পয়েন্টে গোসল করতে নিখোঁজ হয়। নিখোঁজের পর স্বজনরা উদ্ধারের চেষ্টা চালালেও তার খোঁজ পাননি। উদ্ধারের পর তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ ও সহযোগিতা বন্ধ করছে চীন
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু