নবীন মেলা ও নিকর মহিলা সংস্থার যৌথ উদ্যোগে পতেঙ্গা সৈকত এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান গত ৪ ডিসেম্বর পরিচালনা করা হয়। নবীন মেলার সভাপতি জামাল উদ্দিন বাবুলের সভাপতিত্বে কর্মসূচি উদ্বোধন করেন প্রধান অতিথি পতেঙ্গা নাজির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদীপ্তা দাস।
বিশেষ অতিথি ছিলেন মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী নুরুন্নাহার, শিক্ষিকা হালিমা আরজু, আজিজুল হক, কামাল ইসলাম। মেলার কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি সাইফুল আলম বাপ্পী, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন রশিদ, ইমরান জুয়েল, জয়দীপ চৌধুরী আকাশ, মোহাম্মদ ওয়াজিদ। এ কর্মসূচিতে মাস্ক বিতরণ করা হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন আজীম শরীফ রওশন আরা মেমোরিয়াল ট্রাস্ট। প্রেস বিজ্ঞপ্তি।