নগরীর পতেঙ্গা থানাধীন চরপাড়া এলাকার একটি ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দুপুর বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চট্টগ্রাম দপ্তরের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন শিকদার বলেন, দুপুর দেড়টার দিকে মোশাররফ হোসেন নামের এক ব্যক্তির মালিকানাধীন তিনটি ঝুট গুদামের মধ্যে একটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গুদাম মালিক বলেছেন তার ৩০ লাখ টাকার পণ্য পুড়ে গেছে। বিষয়টি তদন্তসাপেক্ষ। আগুনের সূত্রপাতটাও তদন্ত করে বলা যাবে। আগুন লাগা গুদামটি অরক্ষিত ছিল। বিড়ি সিগারেট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।