পতেঙ্গায় গাছে ঝুলছিল তরুণের লাশ

আজাদী প্রতিবেদন | সোমবার , ২০ অক্টোবর, ২০২৫ at ১০:৩১ পূর্বাহ্ণ

নগরের পতেঙ্গা খেজুরতলা এলাকায় গাছের সঙ্গে ঝুলে থাকা অজ্ঞাত এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।পতেঙ্গা থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। আনুমানিক ২৫৩০ বছর বয়সী ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

পূর্ববর্তী নিবন্ধবন্দরে পণ্যবাহী গাড়ি চলাচল শুরু
পরবর্তী নিবন্ধতিন দিন নন শিডিউলড ফ্লাইটের খরচ মওকুফ