পতেঙ্গায় খেলার সময় দেয়াল ধসে শিশুর মৃত্যু

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১১ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:২৯ অপরাহ্ণ

পতেঙ্গায় দেয়াল ধসে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে পূর্ব কাটগড় তিন তলা মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার আরও ৩ জন আহত হয়েছে।

নিহত শিশুর নাম তাবাস্সুম হিমু (৯)। সে স্থানীয় আবদুর রহিম মাস্টারের বাড়ির ইদ্রিসের কন্যা ও কন্ট্রোল মোড় বায়তুশ শরফ মাদরাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। পতেঙ্গা থানার ওসি কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক আজাদীকে বলেন, খেলা করার সময় হঠাৎ একটি বাড়ির সীমানা দেয়াল ধসে এ দুর্ঘটনা ঘটেছে। প্রথমে শিশুটিকে উদ্ধার করে মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় তার স্বজনরা। তবে হয়তো হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা গেছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় শিশুর পরিবারের কেউ এখনও কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া সীমানা দেয়াল নির্মাণে কোন ত্রæটি ছিল কিনা সে বিষয়েও খবর নেয়া হচ্ছে বলে তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধশনাক্ত আরও কমলো
পরবর্তী নিবন্ধআঠার বছর ধরে আপন দু’ভাই ভিওআইপি ব্যবসায়