পতেঙ্গায় দেয়াল ধসে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে পূর্ব কাটগড় তিন তলা মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার আরও ৩ জন আহত হয়েছে।
নিহত শিশুর নাম তাবাস্সুম হিমু (৯)। সে স্থানীয় আবদুর রহিম মাস্টারের বাড়ির ইদ্রিসের কন্যা ও কন্ট্রোল মোড় বায়তুশ শরফ মাদরাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। পতেঙ্গা থানার ওসি কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক আজাদীকে বলেন, খেলা করার সময় হঠাৎ একটি বাড়ির সীমানা দেয়াল ধসে এ দুর্ঘটনা ঘটেছে। প্রথমে শিশুটিকে উদ্ধার করে মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় তার স্বজনরা। তবে হয়তো হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা গেছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় শিশুর পরিবারের কেউ এখনও কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া সীমানা দেয়াল নির্মাণে কোন ত্রæটি ছিল কিনা সে বিষয়েও খবর নেয়া হচ্ছে বলে তিনি জানান।