পতেঙ্গায় কোস্টগার্ডের ‘তারুণ্যের উৎসব’

| বুধবার , ১০ সেপ্টেম্বর, ২০২৫ at ১১:৫৭ পূর্বাহ্ণ

নগরীর পতেঙ্গায় বাংলাদেশ কোস্টগার্ড ‘তারুণ্যের উৎসব২০২৫’ শীর্ষক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে। গতকাল মঙ্গলবার কোস্টগার্ড বেইস চট্টগ্রামের উদ্যোগে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় বিসিজি আউটপোস্ট পতেঙ্গায় এ উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামউলহক জানান, বাংলাদেশ কোস্টগার্ড তার প্রতিষ্ঠালগ্ন থেকে উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে দুর্যোগকালীন উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ, জরুরি চিকিৎসা সেবা প্রদান এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে আসছে। জনসেবার পাশাপাশি তারা বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখছে। খবর বাসসের।

এই জনসচেতনতা কার্যক্রমে বিশেষভাবে তরুণ প্রজন্মকে লক্ষ্য করে আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাদক, সামাজিক অবক্ষয় ও অপরাধ বৃদ্ধিতে মাদকের প্রভাব, মাদকের প্রতি ইসলামের দৃষ্টিভঙ্গি, মাদক প্রতিরোধে পরিবার ও সমাজের দায়িত্বসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও আলোচনা পরিচালিত হয়। এতে স্থানীয় স্কুলকলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা সক্রিয় অংশগ্রহণ করেন।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামউলহক আরও বলেন, কোস্টগার্ড ভবিষ্যতেও তরুণ প্রজন্মকে অনৈতিক কর্মকাণ্ড থেকে রক্ষা করতে এবং তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে। আমরা চাই, তরুণরা সমাজ ও দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখুক।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ার গণশুনানিতে তাৎক্ষণিক ২১ সমাধান দিলেন জেলা প্রশাসক
পরবর্তী নিবন্ধসাবেক সচিব ভূঁইয়া সফিকুল গ্রেপ্তার, কারাগারে