পতেঙ্গায় কার উল্টে পাঁচজন আহত

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৯ নভেম্বর, ২০২২ at ৭:৩৯ পূর্বাহ্ণ

নগরীর পতেঙ্গার বিচ টার্নিং পয়েন্টে একটি প্রাইভেট কার উল্টে চালকসহ পাঁচজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- ইনান, ইউশা, সাবিক, নাবিল এবং প্রাইভেট কারের চালক বাপ্পি।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গার্ডারকে ধাক্কা দিলে প্রাইভেট কারটি উল্টে যায়। আহত পাঁচজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রাইভেট কারের সামনের একটি চাকা ফেটে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদুই বছর পরও চালু হয়নি ছাত্রীনিবাস
পরবর্তী নিবন্ধদুই বছর আগের ডাকাতি মামলার আসামি পিবিআইয়ের জালে