নগরীর স্টিলমিল এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মানিক (১২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল দুপুর ১২টায় পতেঙ্গা থানাধীন স্টিলমিল খালপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মানিক বন্দর থানাধীন কলসী দীঘির পাড় এলকায় মো. মাসুদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, পতেঙ্গায় শাহ আমানত ওয়ার্কসপের কর্মচারী ছিলেন মানিক। দুর্ঘটনার পর দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মানিককে মৃত ঘোষণা করেন।