পতেঙ্গা আন্তঃ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী গত ২১ মার্চ মঙ্গলবার ঐতিহ্যবাহী পতেঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় রফিকুল ইসলাম স্মৃতি টাইব্রেকারে ২–১ গোলে ইসহাক সেক্রেটারি স্মৃতিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন রফিকুল ইসলাম স্মৃতির মো. আলী। ক্ষুদে প্রতিভাবান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ইসলাম চৌধুরী স্মৃতির রাহিদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা কাউন্সিলর শাহনুর বেগম, চট্টগ্রাম মহানগর যুবলীগের সংগঠক ইয়াসির আরাফাত, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক জাবেদ হোসেন, ওয়াহিদুল আলম চৌধুরী এবং পতেঙ্গা আন্তঃ ফুটবল টুর্নামেন্টের আহবায়ক জোবায়ের বাসার।