নগরীর পতেঙ্গার গুপ্তাখালের কাছে কমল মহাজন হাট এলাকায় গতকাল সকালে অগ্নিকাণ্ডের চারটি আধাপাকা বসতঘর পুড়ে গেছে। দেশের জ্বালানি তেলের প্রধান ডিপোর সন্নিকটে আগুনের এ ঘটনায় ব্যাপক আতঙ্ক দেখা দিলেও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় বড় ধরনের অঘটন ঠেকানো গেছে।
ফায়ার সার্ভিস এবং স্থানীয় সূত্র জানিয়েছে, গতকাল সকাল ১১টা নাগাদ অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইপিজেড স্টেশনের দুইটি ইউনিট এবং বিমানবন্দর থেকে একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এতে অল্পক্ষণের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।
পদ্মা অয়েল কোম্পানির একজন কর্মকর্তা জানান, আমাদের প্রধান ডিপোর কাছেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আমরা শঙ্কিত হয়ে পড়ি এবং প্রয়োজনীয় পদক্ষেপ ও প্রস্তুতি নিয়ে রাখি। তবে ফায়ার সার্ভিসের চেষ্টা এবং ভাগ্যক্রমে আগুন ছড়াতে পারেনি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে ফায়ার সার্ভিস নিশ্চিত করে কিছু বলতে পারেনি। তবে বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে। অগ্নিকাণ্ডে চারটি আধাপাক বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।











